
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক লোকধারা পত্রিকার উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বাড়াতে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৪ মার্চ) বিকালে শহরের বিভিন্ন স্থানে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ওই মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
মাস্ক ও সাবান বিতরণকালে জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাপ্তাহিক লোকধারা পত্রিকার প্রকাশক সাজ্জাদ আমিনুর রহমান টিটু, সম্পাদক এনামুল হক দীনা, টাঙ্গাইল পৌরসভার ১৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. গাজী সালাউদ্দিন, সাধারণ
সম্পাদক মো. আরিফুর রহমান খান, জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক খন্দকার জাফরুল আজম (অপু) প্রমুখ উপস্থিত ছিলেন।