আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:২২

শুক্রবার সারাদিন টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে শুক্রবার(১১ মে) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনস্বার্থে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাসেক প্রকল্পের আওতায় গ্যাস পাইপ লাইনের ভাল্ব স্থানান্তরের নিমিত্তে টাই-ইন কাজের জন্য টাঙ্গাইল শহর, টাঙ্গাইল বিসিক, করটিয়া, মির্জাপুর পৌরসভা, গোড়াই শিল্পাঞ্চল এবং তদসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ শুক্রবার(১১ মে) সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে। একই সাথে কোনাবাড়ী থেকে কালিয়াকৈর বাজার এবং জিড়ানী বাজর পর্যন্ত এলাকার শিল্প প্রতিষ্ঠানে ওই সময়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজমান থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno