আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:১৮

সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম বন্ধ করতে হবে :: প্রতিমন্ত্রী মুজিবুল হক

 

দৃষ্টি নিউজ:


সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রম বন্ধ করতে হবে। ঝুঁকিপুর্ণ শ্রম শিশুর স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটায়। সরকার ঝুঁকিপুর্ণ শিশুশ্রম বন্ধ করতে কাজ করছে। সকল শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে। মঙ্গলবার(৭ আগস্ট) সকালে টাঙ্গাইলে ‘ঝুকিপুর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি-২০১৫’র বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
বুরো বাংলাদেশের হল রুমে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা পরিদর্শক শামছুজ্জামান ভুইয়া প্রমুখ।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno