আজ- শুক্রবার | ১১ জুলাই, ২০২৫
২৭ আষাঢ়, ১৪৩২ | রাত ২:৪০
১১ জুলাই, ২০২৫
২৭ আষাঢ়, ১৪৩২
১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ়, ১৪৩২

সাত দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ॥ অপহরণকারী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুরে অপহরণের সাত দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১১ সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একছাত্রীকে গত ৪ সেপ্টেম্বর স্কুল শেষে বাড়িতে যাওয়ার সময় ওই গ্রামের শাপলার পাড় থেকে অপহরণের শিকার হয়। এ ঘটনার পরদিন অপহৃতার মা বাদি হয়ে ওই এলাকার ইন্নছ আলীর ছেলে সোহেল রানাসহ তিন জনকে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পরে সোমবার রাতে ঘাটাইল উপজেলা থেকে ওই অপহৃতাকে উদ্ধার এবং অভিযুক্ত তিন সন্তানের জনক অপহরণকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম তুহিন আলী বলেন, অপহরণকারী সোহেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অপহৃত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়