আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২০

সামাজিক পতিতালয় বন্ধের দাবি পতিতাদের

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া পতিতালয়ে মাদক বিরোধী ও পতিতাদের জীবনযাত্রা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ অক্টোবর) বিকালে কান্দাপাড়া পতিতালয়ের অনুষ্ঠিত ওই সভায় সামাজিক পতিতালয় বন্ধের দাবি জানিয়েছে পতিতারা।
মতবিনিময় সভায় পতিতারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বেশ কয়েকজন অসৎ পুলিশ অফিসারের নাম উল্লেখ করে তারা বলেন, নির্দোষ গ্রাহকদের ধরে থানায় নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেয় হয়। এ সময় তারা বেশ কিছু ঘটনার বিশদ বর্ণনা দেন। পতিতারা শহরের আনাচে-কানাচে গড়ে ওঠা আবাসিক হোটেলে পতিতাবৃত্তি, মিনি পতিতালয় তথা সামাজিক পতিতালয় বন্ধের জোর দাবি জানান। তারা পতিতালয়ের ভিতরে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেড্রিনের ব্যবসা বন্ধেও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান, পৌরসভার কাউন্সিলর মেহেদী হাসান আলীম, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার তদন্ত বিষয়ক সম্পাদক অলক কুমার দাস, টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন, নারী মুক্তি সংঘের সভাপতি আকলিমা বেগম আখি, পতিতা মিতু, মুন্নী, ফরিদা, জেসমিন, সুবর্ণা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno