আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:৪১

সেনাবাহিনীর গবাদি প্রাণি ও হাঁস মুরগির চিকিৎসা সেবা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ সেনাবাহিনী গবাদি প্রাণি ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকা, কৃমিনাশক ও অসুস্থ গবাদি প্রাণির চিকিৎসা সেবা প্রদান করছে। মঙ্গলবার(৪ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার আজগানা উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সেনাবাহিনীর সাভার অঞ্চল ওই চিকিৎসা সেবার আয়োজন করে।
আরভি অ্যান্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এবং স্থানীয় প্রাণি সম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন কর্ণেল আব্দুল বাকী পিএসসি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্ণেল মু. রেজাউল করিম, মেজর আসাদ, মেজর মুক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাইফ উদ্দিন আহমেদ, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর লতিফ মাহামুদ প্রমুখ।
পূর্ব নির্ধারিত ওই চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকে স্থানীয় জনসাধারণ গবাদি প্রাণি, হাঁস-মুরগি নিয়ে সমবেত হতে থাকেন। দিনব্যাপী এক হাজার ৫০০টি গরু, ২৫টি মহিষ, একশ’টি ছাগল এবং ১২ হাজার হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno