আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৫৫

অবৈধ বালুঘাটে আধিপত্য বিস্তারে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুরের সিরাজকান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

জানাগেছে, সিরাজকান্দি বালুঘাট নিয়ে নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও ইউপি সদস্য নুর আলম মন্ডল(নুহু মেম্বার) এর মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার নুহু মেম্বারের গ্রুপ সিরাজকান্দি বালুঘাটের দখল নিতে গেলে মতিন সরকারের গ্রুপ বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন- মান্নান খা(৫৫), আব্দুল ছবুর সরকার(৬০), ফজলু মিয়া(৩৫), লাল মিয়া(৩২) ও স্বাধীন সরকার(২৮)।

নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বালুঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নুহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় তাদের পক্ষের ৮ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য নুর আলম মন্ডল (নুহু মেম্বার) জানান, ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজকান্দি বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে তাদের পক্ষের ৭ ব্যক্তি আহত হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশিদুল ইসলাম জানান, উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno