আজ- রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬
২৭ পৌষ, ১৪৩২ | রাত ৪:৩৮
১১ জানুয়ারি, ২০২৬
২৭ পৌষ, ১৪৩২
১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ, ১৪৩২

আগামিতে প্রাথমিক শিক্ষার চিত্রই পাল্টে যাবে :: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

দৃষ্টি নিউজ:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের কাছ থেকে নেওয়া প্রশ্নের মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষার কোথায় কি করতে হবে- সে বিষয়ে স্বচ্ছ ধারণা নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করতে পেরেছি। সেসব সমস্যার সমাধান করতে পারলে আগামিতে প্রাথমিক শিক্ষার চিত্রই পাল্টে যাবে। আমরা সে চেষ্টাটাই করছি। রোববার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ভবনে ‘শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হলে শিশুরা পড়ালেখা করে আনন্দ পায়। প্রতিটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে, সে যেন স্বপ্ন দেখতে পারে- এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিশুরা কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা শিশুকে সব সময়ই ‘আমিও পারি’ এই সাহস জাগ্রত করতে হবে।

 

 

 

 

 

 

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ অবশ্যই আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকশিত করা, শিশুকে সুনাগরিক এবং সমাজের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করবো পাঠ্যক্রম ও সহ-পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে।

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান প্রমুখ।

 

 

 

 

 

এ সময় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ অংশীজনরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে প্লে-গ্রাউন্ড স্থাপন করায় জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন।

 

 

 

 

 

 

 

 

এর আগে শনিবার (২২ নভেম্বর) তিনি টাঙ্গাইলের সখীপুরে আসেন। ওইদিন সন্ধ্যায় প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সখীপুরের সী-গাল রিসোর্টে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং করার উদ্দেশে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের বাংলাপঠন দক্ষতা উন্নয়নের জন্য শিখন সামগ্রী প্রণয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়