আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:০৬

আবেদা খানম গার্লস স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করা হয়। কলেজ মাঠে আয়োজিত পিঠা উৎসবে সাতটি স্টলে বাংলার রকমারি পিঠা প্রদর্শন করা হয়।
আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে শিক্ষার্থীরা ব্যতিক্রমী ‘পিঠা উৎসব’- এর আয়োজন করা হয়। পিঠা উৎসবটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের তৈরি এসব পিঠায় আমাদের মহান বিজয় দিবসের অনুষঙ্গ যোগ করায় ভিন্ন মাত্রা পেয়েছে। পিঠাগুলোর মধ্যে রয়েছে, মুখশলী পিঠা, খাসতা পিঠা, পাটি সাপ্টা, নক্শী, ঝিঁনুক, চাকফি পিঠা, ফুল পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই আদর পিঠা, কলি পিঠা, মানচিত্র পিঠা, গোলাপ পিঠা ইত্যাদি।
স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ মো. আনোয়ার হোসেন তালুকদার, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাঈদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, শিক্ষক জাহাঙ্গীর আলম, মীর আনিছুর রহমান, সোহেল আনসারী প্রমুখ ওই পিঠা উৎসব পরিদর্শণ করে শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno