আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৫০

ইউনেস্কোর তালিকায় ৭ মার্চের ভাষণ :: ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আনন্দ র‌্যালি

 

দৃষ্টি নিউজ:


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসিবে স্বীকৃতি দেয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শনিবার(৪ নভেম্বর) আনন্দ র‌্যালি করেছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি খোরশেদ জয়, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, জাবির ইকবাল, সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, নুর-নবী সিদ্দিকী, ইকবাল হাসান, জোবায়ের রহমান মিশুর সমন্বয়ে আনন্দ র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণ সহ মোট ৭৮টি দলিলকে ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করার সুপারিশ করে। মঙ্গলবার(৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয় ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ’ এর তালিকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্থান দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno