আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:১৬

উত্তাল সাগরে ৩ নম্বর সতর্কতা

 

দৃষ্টি নিউজ:

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারাদেশে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। কদিন ধরেই বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে তা আবার বহাল করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি আসতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। কোথায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। কয়েকদিন ধরেই ভূমিধসের সতর্কবার্তা বহাল রাখা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno