আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:২১

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দু’জনের আত্মহত্যার চেষ্টা

 

দৃষ্টি নিউজ:


চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার(১৯ জুলাই) বিকালে এ ঘটনায় ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থীদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হচ্ছেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাকার আবুল কাশেমের মেয়ে লিজা আক্তার(২০) এবং টাঙ্গাইল সদর উপজেলার ছোট বাসালিয়ার দেলোয়ারের মেয়ে নুসরাত জাহান সাথী (১৮)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের ওই দুই জন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সুমন চন্দ্র পাল বলেন, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদেরকে বিকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই হাসপাতালের নিবির পর্যবেক্ষণে রয়েছেন বলে তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno