আজ- ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১১:২৪

এলেঙ্গায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অটোচালক নির্যাতনের অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের এলেঙ্গা অঞ্চলের ইন্সপেক্টর (টিআই) শহিদুর রহমান শহীদের বিরুদ্ধে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে মারধরের অভিযোগ ওঠেছে। নির্যাতনের শিকার চালকের নাম বেলাল হোসেন (৩৫)। বুধবার(৪ জুলাই) সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে বেলাল হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
আহত চালক বেলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমি এলেঙ্গা বাসস্ট্যান্ডে সড়কের কাছে যাত্রী তুলছিলাম। এসময় টিআই শহীদ স্যার আমার অটোর চাবি নিয়ে যান এবং আমাকে অটো নিয়ে পুলিশ বক্সের সামনে আসতে বলেন। আমার আসতে দেরি হলে তিনি বাসস্ট্যান্ডে এসে প্রকাশ্যে আমাকে ব্যাপক মারধর করে। মারধরের কারণে আমি কানে প্রচন্ড ব্যাথা পেয়েছি এবং কম শুনছি।’
মারধরের খবর শুনে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা চালকরা একত্রিত হয়ে বিক্ষোভ করে টিআই শহীদের বিচার দাবি করেন। পরে স্থানীয় শ্রমিক নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত টিআই শহিদুর রহমান শহীদ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, অটোটি মহাসড়কে উঠায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, মারধরের ঘটনাটি আমি জানিনা। জেনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ট্রাফিক সদস্য শহিদুর রহমান শহীদের বিরুদ্ধে এরআগেও চালক ও হেলপারদের মারধরের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno