আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সন্ধ্যা ৬:৫৫

এলেঙ্গায় দু’দিন ব্যাপী একুশে’র বইমেলা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের এলেঙ্গায় দু’দিন ব্যাপী একুশে’র বইমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলেঙ্গা সাধারণ পাঠাগারের উদ্যোগে সরকারি শামছুল হক কলেজের গ্রন্থাগার কক্ষে মঙ্গলবার(৩০ জানুয়ারি) প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি শামছুল হক কলেজের অধ্যক্ষ ও পাঠাগারের সহ-সভাপতি আনোয়ারুল কবীরের সভাপতিত্বে প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন, পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, হাজী আবু হাসেম বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, জিতেন্দ্র বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু, মসিন্দা-চেঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত, সরকারি শামছুল হক কলেজের শিক্ষক লুৎফর রহমান, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাবেক সভাপতি রমজান আলী, সহ-সভাপতি দাস পবিত্র, এলেঙ্গা পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল জলিল, শামছুল হক কলেজের শিক্ষক মাজহারুল ইসলাম, বিএম কলেজের শিক্ষক তাজুল ইসলাম সুজন, লৎফর রহমান মতিন মহিলা কলেজের শিক্ষক নাজিম উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন এলেঙ্গা পৌর শাখার সভাপতি ফরিদুল ইসলাম, এলেঙ্গা প্রেসক্লাব ও মানবাধিকার কমিশন এলেঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, বৃজ’র পরিচালক খন্দকার মুজিবুর রহমান তপন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল’র পরিচালক শহিদুজ্জামান বুলবুল, এলেঙ্গা পৌর ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদ, উদ্ভাস কোচিং সেন্টারের পরিচালক মোজাফর আলী ও আব্দুর রাজ্জাক, হৃদয় শিশু নিকেতনের সিনিয়র শিক্ষক লাবু আহমেদ, কণ্ঠশিল্পী জেমস মামুন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সরকারি শামছুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীরকে অমর একুশে বই মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক করা হয়েছে। আগামি ২১ ও ২২ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী একুশের বইমেলা উদযাপন করা হবে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno