আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:২৩

এলেঙ্গায় শত বছরের গোরস্থান বিলীন ॥ হুমকির মুখে পৌলী রেলসেতু

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের উপ-শহর এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া ও ফটিকজানীর গ্রামের শতবছরের পুরনো সামাজিক গোরস্থানের ২০ শতাংশ জমি শনিবার(১৪ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে পৌলী নদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। এতে নদী ভাঙনে আবারো হুমকির মুখে পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পৌলী রেলসেতু।
সরেজমিনে জানা যায়, শনিবার ভোর শুরু হওয়া ভাঙনে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী বাজার সংলগ্ন হিন্নাপাড়া-ফটিকজানী সামাজিক গোরস্থানের জায়গা পৌলী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাংগন অব্যাহত রয়েছে। নদীর উপর নির্মিত সেতু দিয়ে অত্যন্ত ধীরগতিতে রেল পাড়াপাড় করছে।
পৌলী বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোখলেছ আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ ও ব্যবসায়ী আলাউদ্দিন জানান, শনিবার সকাল থেকে ভাঙন শুরু হয়। সকাল ১০টার মধ্যে সামাজিক গোরস্থানের প্রায় ২০ শতাংশ ভূমি নদীতে বিলূন হয়ে যায়। ভাংগন অব্যাহত থাকায় পৌলী রেলসেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া নদী সংলগ্ন দোকানপাট ও কিছু বাড়িঘরও হুমকিতে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ পৌলী নদীর পূর্ব ও পশ্চিম পাশে কমপক্ষে ২৪-২৫ টি বাংলা ড্রেজার এবং বোরিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ ভাঙন দেখা দিয়েছে। বালু উত্তোলনকারী অধিকাংশ ব্যক্তিই সরকার দলীয় প্রভাবশালী নেতা। পৌলী নদী থেকে উত্তোলিত বালু বিভিন্নস্থানে বিক্রি করে অনেকেই এখন কোটি টাকার মালিক বনে গেছেন। দিনরাত বিরামহীন বালুভর্তি ট্রাক চলাচলের কারণে পৌলী ও মহেলা গ্রামের একমাত্র পাকা রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলেঙ্গা পৌরসভার মেয়র মো. শাফি খান জানান, পৌলী নদীতে অপরিকল্পিতভাবে নদী খনন ও বালু উত্তেলনে কারণে এ ভাংগন দেখা দিয়েছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলে তারা মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। কিন্তু ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পরই আবারও বালু উত্তোলন শুরু হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন বলেন, বালু উত্তোলনের সাথে অনেক রুই, কাতলা-রাঘব বোয়াল জড়িত থাকে। তবে আমাদের জাতীয় সম্পদ পৌলীর রেলসেতু রক্ষার্থে আমাদের যা করা দরকার আমরা তাই করব। টাঙ্গাইলে সরকারি সংস্থা কিংবা পানি উন্নয়ন বোর্ড ছাড়া কাউকে আর অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।
উল্লেখ্য, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের পাশে কালিহাতী উপজেলার পৌলী (পুংলী) নদীর ওপর ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেল সেতুর এপ্রোচ সড়ক গত ২০ আগস্ট ধসে গিয়ে ঢাকার সাথে দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ চালু হয়। ক্ষতিগ্রস্ত রেলসেতু পরিদর্শনে এসে রেলমন্ত্রী মজিবুল হক নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছিলেন। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সম্প্রতি দুই বার তিতাস গ্যাসের মূল পাইপলাইন ভেসে উঠে টাঙ্গাইল, গাজীপুরসহ আশপাশের জেলাগুলোতে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায়। এতে জেলাগুলোর সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno