আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:০৮

এলেঙ্গা পৌরসভায় নৌকার বিজয়ে জনতার উল্লাস

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচন বৃহস্পতিবার(২৯ মার্চ) উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী(নৌকা) প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ১৬৫ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম সাফি তালুকদার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৫৭ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. শাফী খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৬ ভোট।
নূর-এ-আলম সিদ্দিকীর বিজয়ে এলেঙ্গায় আনন্দের জোয়ার বইছে। বেসরকারি ফলাফল ঘোষণার সাথে সাথে আওয়ামীলীগ ও ভাতৃপ্রতীম সংগঠন এবং স্থানীয় জনতা উল্লাসে মেতে ওঠে। মুর্হুমুহু ‘জয়বাংলা’ স্লোগান ও বাধ্য বাজিয়ে আনন্দে মেতে ওঠে তারা। অনেকে নুর-এ-আলম সিদ্দিকীকে ফুলের মালা পড়িয়ে বিজয়োল্লাস করে। এ বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।    
এদিকে, কালিহাতীর বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী(মোটর সাইকেল) প্রতীকে ৬ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১৬ ও বিএনপি মনোনীত প্রার্থী আরমান আলী ফকির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৭৯ ভোট।
এরআগে বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দে ভোটাধিকার প্রয়োগ করে। দিনভার ভোটগ্রহনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno