আজ- ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:১২

কালিহাতীতে শিক্ষক-কর্মচারি ফেডারেশনের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশন কালিহাতী উপজেলা শাখা। বৃহস্পতিবার(২ মে) বিকালে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কালিহাতী উপজেলা শিক্ষক-কর্মচারি সমিতি ফেডারেশনের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদারের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভূঞাপুর উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক সফি উদ্দিন তালুকদার, ইছাপুর বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ফেডারশনের নেতা ইসমাইল হোসেন, আজাদ কামাল, রশিদ মোদক, শামসুল আলম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষকদের বেতন থেকে ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং শিক্ষা ব্যবস্থা জাতীকরণের উপর জোর দাবি জানান। এছাড়া দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা কঠিন আন্দোলনে যাবেন বলেও ঘোষণা দেন তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno