আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:০৮

কালিহাতীতে সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বণিক সমিতির মানববন্ধন

 

আ. হাই শিবলী:


টাঙ্গাইলের কালিহাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সহ তিন আ’লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলাও প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালিহাতী বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কালিহাতী বণিক সমিতি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, ব্যবসায়ী নেতা ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ব্যবসায়ী নেতা মো. হোসেন আলী, মো. লিটন মিয়া, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তারা বলেন, কালিহাতী উপজেলা সদরে বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের কারণে কোন প্রকার চাঁদাবাজি ছিল না। এজন্য চিহ্নিত চাঁদাবাজরা আমিনুল ইসলাম আমিনকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করেছিল। বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত চাঁদাবাজদের সহযোগী ও ইন্দনদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন নিলামে বিক্রি করা হয়। ঠিকাদার ভবনটি ভাঙতে গেলে গ্রেপ্তারকৃতরা চাঁদা দাবি করে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উপস্থিতিতে ভবনটি ভাঙতে গেলে শান্ত’র নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল গুরুতর আহত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno