
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে কালিহাতী-বড়চওনা সড়কে উপজেলার পাওনাআটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বেগম উপজেলা সদরের হরিপুর গ্রামের মৃত গুতু সাধুর মেয়ে ও ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খসরু মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি ইজিবাইক কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাআটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাককে সাইড দিতে যায়। এ সময় ইজিবাইকের পিছনে বসে থাকা নারী মাথা বের করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি নিয়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
