আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:২৬

কালিহাতীর পাথালিয়ায় ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া ইউনিয়নের পাথালিয়া কেএ উচ্চ বিদ্যালয় মাঠে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৪ জানুয়ারি) সকালে ইউনিসেফ ও কইকা’র সহযোগিতায় পার্টনার্স ইন হেল্থ ডেভেলপমেন্ট (পিএইচডি) মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কমিউনিটিভিত্তিক প্রকল্পের (আইইসিএমএনসিএইচ) আওতায় ওই মা সমাবেশ বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারি। সমাবেশ উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।
বাংড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমল চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, পিএইচডি’র জেলা সমন্বয়কারী ফেরদৌস রিপন, কালিহাতী কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী, পাথালিয়া কেএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এমটি-ইপিআই দীপক রঞ্জন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিন শতাধিক গর্ভবতী মায়ের হিমোগ্লোবিন ও ব্লাড সুগার পরীক্ষা, এএনসি চেকআপ এবং রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
পাথালিয়া কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আয়োজিত মা সমাবেশে পিএইচডি’র কালিহাতী উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) শামসুল আলম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ুন কবির, পাথালিয়া সিসি’র সিএইচসিপি সোহেল রানাসহ ইউনিয়নে কর্মরত সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno