আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৭:০০

কুমুদিনীতে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবায় যুুক্ত করায় উপায় শীর্ষক সেমিনার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সোমবার(২৪ সেপ্টেম্বর) প্রতিবন্ধীদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য সেবায় যুক্ত করার উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে কুমুদিনী হাসপাতলের লাইব্রেরী মিলনায়তনে চিকিৎসক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় অর্ধশত ব্যক্তি সেমিনারে অংশ নেয়।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, সিবিএম প্রকল্পের উপদেষ্টা ডা. এসএম শহীদুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সিবিএম’র প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম, জাকিয়া রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ।
কুমুদিনী হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই জানান, সিবিএম-এর আর্থিক সহায়তায় ২০০২ সাল থেকে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবন্ধীদেরকে চিহ্নিত করে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। ক্রিস্টান ব্রাইট মিশন (সিবিএম) এর সহায়তায় কুমুদিনী হাসপাতালে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno