আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৫৫

কুমুদিনী সরকারি কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ মার্চ) কুমুদিনী সরকারি কলেজ প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আবদুল মান্নান।
বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ ছিলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মতিউর রহমান, কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী এবং শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
মেলায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে ঘুরে শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টগুলো পরিদর্শন করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno