আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:২১

গোপালপুরে ইভটিজিংয়ের দায়ে এইচএসসি পরীক্ষার্থীর কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের গোপালপুরে ইভটিজিং করার দায়ে ফরহাদ হোসেন উজ্জল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(২৮ মার্চ) দুপুরে এ কারাদন্ড দেয়া হয়। তিনি পৌরশহরের সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের ছেলে ও গোপালপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, অনেকদিন ধরে সূতী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে একদল বখাটে ছেলে ছাত্রীদের ইভটিজিং করছিল। এর প্রতিকারে বুধবার সকাল দশটায় ছাত্রীরা ওই ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় বখাটেরা পুনরায় ইভটিজিং করাকালে থানা পুলিশ হাতেনাতে উজ্জলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক-শিক্ষার্থীর সামনে বখাটে উজ্জলকে এ সাজা প্রদান করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno