আজ- ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ২:৪১

গোপালপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া স্মরণে সড়কের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:


বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত পাপিয়া সেলিমের নামে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে শিমলা পাড়া-হেমনগর সড়কের নামকরণ করা হয়েছে। রোববার(১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের পক্ষে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার সড়কের শিমলাপাড়া অংশে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে সড়কটি উদ্বোধন করেন।
এসময় পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. সেলিম তরফদার, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাচ্চু, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার সরকার, গোপালপুর বিআরডিবি’র চেয়ারম্যান মো. বাবুল আকন্দ, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এম আজমল খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম হীরা, জননেত্রী শেখ হাসিনা পরিষদের নেতা কাজী সোহরাব হোসেন, মেহেদী পারভেজ জালাল, ছালেহা আক্তার ইতি, রমেছা খানম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শেখ রাসেল, ধনবাড়ী পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি ও টেলিভিশন চ্যানেল এস’র টাঙ্গাইল প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ধনবাড়ী শাখার আইন বিষয়ক সম্পাদক জীবন মাহমুদ শক্তি, দৈনিক আমার সংবাদ পত্রিকার গোপালপুর প্রতিনিধি সোহেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগরের শিমলাপাড়া পুরাতন তালুকদার বাড়ির কৃতি সন্তান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno