আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:২১

ঘাটাইলে এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ভূয়া! তিন পরীক্ষার্থীর দন্ড ॥ ১১জন পলাতক

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার অংশ গ্রহনকারী ১৪ পরীক্ষার্থীর সবাই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় শনিবার(১০ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা তিন ভূয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। তাদের সকলকে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সহ অপর ১১ দাখিল পরীক্ষার্থী পলাতক রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৪৪০৭৯ হতে ১৪৪০৯২ রোল নম্বরধারী ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত ১ ফেব্রুয়ারি থেকে এসব পরীক্ষার্থীরা শহরগোপীনপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল । শনিবার(১০ ফেব্রুয়ারি) সাধারণ গণিত পরীক্ষায় বহু নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল পরীক্ষা চলাকালীন সময়ে ওই মাদ্রাসার অংশ নেয়া সকল পরীক্ষার্থী ভূয়া বলে জানতে পারে কর্তৃপক্ষ।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিরীক্ষা করেন। এ সময় ভূয়া পরীক্ষার্থী প্রমাণ হওয়ায় তিন পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে আটককৃত তিন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। বিষয়টি টের পেয়ে বাকি ভূয়া পরীক্ষার্থীরা কৌশলে পরীক্ষা কেন্দ্র থেকে পালিয়ে যায়। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের শহিদুলের মেয়ে মোছা. সীমা (১৮), তালতলা গ্রামের ইব্রাহিমের মেয়ে মাহমুদা (১৮) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের বুলবুল মিয়ার মেয়ে তানিয়া (১৮)। বাকি পরীক্ষার্থীরা রোববার(১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার নুরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদ্রাসার সুপার নুরুল ইসলাম সহ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সহ ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno