আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:০৬

ঘাটাইলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

ঘাটাইল সংবাদদাতা:


‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দ্বিতীয় দিনে বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পদার্থ, রসায়ন, জীব, গণিত ও কম্পিউটার বিষয়ে ২০ নম্বর করে মোট ১০০ নম্বারের বহু নির্বাচনী পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৯ম ও ১০ম শ্রেণি পর্যন্ত জুনিয়র গ্রুপে ৩২ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে সিনিয়র গ্রুপে ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক জানান, এ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের জেলা পর্যায়ে অংশগ্রহন করার জন্য পাঠানো হবে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno