আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:৩৭

ঘাটাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

ঘাটাইল সংবাদদাতা:

খরিপ মৌসুমে উফশী ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় ঘাটাইলের ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) মোছা. নুরনাহার বেগম, কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ সাইফুল আবেদিন, শামীমা আক্তার, সমবায় অফিসার শওকত হোসেন প্রমুখ।
এসময় প্রত্যেক কৃষকের মাঝে পাঁচ কেজি ধানের বীজ, ১৫কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno