আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সন্ধ্যা ৬:৪৯

ঘাটাইলে পুরনো প্রশ্নপত্রে ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমি কেন্দ্রের একটি কক্ষে কেন্দ্র সচিবের ভুলে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি নৈর্ব্যক্তিক পরীক্ষা গ্রহন করা হয়েছে। তবে সৃশনশীল অংশের প্রশ্নপত্র ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হয়। শনিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ওই কক্ষে ৪টি বিদ্যালয়ের মোট ৯২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, মুকুল একাডেমি কেন্দ্রের একটি কক্ষে আসাদুজ্জামানের ছেলে ছাড়াও কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ৩২ শিক্ষার্থীসহ মোট ৪টি বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকলে নৈর্ব্যক্তিক পরীক্ষা ২০১৮ সালের প্রশ্নপত্রে গ্রহন করা হয়। কেন্দ্র সচিব ২০১৯ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্র সরবরাহ করেন। ফলে ওই কক্ষের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে চিন্তিত অভিভাবকরা। এমতাবস্থায় পরীক্ষার্থীদের বিষয়ে প্রতিকার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন অভিভাবকরা।
মুকুল একাডেমি কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আজহারুল ইসলাম জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা নেয়ার সময় ভুলবশত: ২০১৯ সালের প্রশ্নের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়টি আমরা শিক্ষাবোর্ডকে জানিয়েছি।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা বলেন, ওই কেন্দ্রের একটি কক্ষে শুধুমাত্র নৈর্ব্যক্তিক অংশে ২০১৯ সালের স্থলে ২০১৮ সালের প্রশ্নপত্র দেয়া হয়েছে। বিষয়টি আমি শিক্ষাবোর্ডকে জানিয়েছি। এছাড়াও এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno