আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৪৭

ছাত্রীদের উত্ত্যক্তকারী লম্পট শিক্ষকের এক বছরের দন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্তকারী লম্পট শিক্ষককে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ছাত্রীদের উত্ত্যক্তে অভিযুক্ত সাইদুর রহমান বাবুল (৪২) ওই বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক ও কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সোমবার(১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত ছাত্রীদের উত্ত্যক্তে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক সাইদুর রহমান বাবুলকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ছাত্রীদের অশালীন মন্তব্য ও কু-প্রস্তাব দিয়ে আসছিল লম্পট শিক্ষক সাইদুর রহমান বাবলু। এরই ধারাবাহিকতায় রোববারও(৩০ সেপ্টেম্বর) নবম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। স্কুল ছুটির পর ছাত্রীরা অভিভাবকদের এ ঘটনা অবহিত করে। সোমবার সকালে বিক্ষুব্ধ ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে এবং ওই শিক্ষককে অবরুদ্ধ করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমান বাবুলকে আটক করে এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমানসহ অভিভাবক ও ছাত্রীদের সমন্বয়ে পরবর্তী করণীয় সভায় ভ্রাম্যমান আদালতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে পুলিশী পাহাড়ায় অভিযুক্ত ওই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ছাত্রীদের অশালীন মন্তব্য ও কু-প্রস্তাব দেয়ার অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী ইংরেজী শিক্ষক সাইদুর রহমান বাবুলকে(৪২) ভ্রামামান আদালতের মাধ্যমে ১৮৬০ সালের দন্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ছাত্রীদের অশালীন মন্তব্য ও কু-প্রস্তাব দেয়ার অপরাধে যদি প্রচলিত আইনে অভিভাবকরা কোন মামলা দায়ের করেন তাহলে অভিভাবক বাদীকে আইনী সহায়তা দেয়াসহ কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno