আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২৩

জাতিসংঘের বর্ষপূর্তির আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

দৃষ্টি নিউজ:


জাতিসংঘের ৭৩বছর পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারের বিঞ্চুপুর উবিনীগ কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ফাও) এর উদ্যোগে মঙ্গলবার(২৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার নাদিরা আক্তার, উবিনীগের(উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার ও বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশ সহকারী প্রতিনিধি আহম্মেদ খন্দকার।
বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন বলেন, ফাও ও জাতিসংঘ বাংলাদেশে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের মান সুনিশ্চিত করার জন্য সব ধরনের সহযোগিতা করে আসছে। বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দেশে পরিণত করার লক্ষে যাবতীয় কাজ করে যাচ্ছে ফাও। তিনি দেলদুয়ার উপজেলাকে জিরো হ্যাঙ্গারে পরিণত করার জন্য উপজেলা চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যাবাদ জানান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরীতে উপজেলার ১৫টি প্রাইমারি ও হাইস্কুলের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno