আজ- মঙ্গলবার | ১৮ নভেম্বর, ২০২৫
৩ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৩৯
১৮ নভেম্বর, ২০২৫
৩ অগ্রহায়ণ, ১৪৩২
১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

জিন্নাহ সরকার স্মৃতি নাইট সর্টফিল্ড ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন

দৃষ্টি স্পোর্টস:

টাঙ্গাইলে ২০টি টিমের অংশগ্রহনে জিন্নাহ সরকার স্মৃতি নাইট সর্টফিল্ড ক্রিকেট টুর্নামেণ্ট শুরু হয়েছে। শুক্রবার(১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার আদি টাঙ্গাইলের বাজিতপুর মাঠে এইচএম ক্লাবের উদ্যোগে এ টুর্নামেণ্টের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

সমাজসেবক মিন্টু সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মোল্লা, আসফাবুর রহমান শিবলু, মফিজুর ইসলাম মজনু, লিটন মোল্লা, জিয়ারত হোসেন, আনোয়ার হোসেন, আসাজুর জামান খোকন, রবি বসাক, টিটু ভূইয়া, বিপ্লব দত্ত প্রমুখ।

ক্রিকেট টুনার্মেণ্টে সার্বিক সহযোগিতা করছেন, টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন। উদ্বোধনী খেলায় থানা পাড়া ক্লাব এবং ব্রাদার্স হেরিকেন ক্লাব অংশ গ্রহণ করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়