আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৮:২৬

জেলা প্রশাসকের জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম। বৃহস্পতিবার(৮ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো. শাহরিয়ার রহমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমুখ।

উল্লেখ্য, এ বছর টাঙ্গাইলের ১২টি উপজেলার ৫৩ টি কেন্দ্রে ও ৫২টি ভেন্যুতে মোট ৬৮ হাজার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৬০ হাজার ১৬৪ জন ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮ হাজার ৫৭ জন পরীক্ষার্থী রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno