আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:০৩

টাঙ্গাইলের রেস্টুরেণ্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

দৃষ্টি নিউজ:


পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থসম্মত খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের বিভিন্ন ফল, রেস্টুরেণ্ট ও ইফতারী বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার(২০ মে) বিকালে শহরের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আলাদত পরিচালনা করেন, টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান, রেজা মো. গোলাম মাসুম প্রধান, নূর-ই-আলম সিদ্দিকী, জেলা সেনেটারী ইন্সপেক্টর আমানউল¬াহ তালুকদার প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, পবিত্র রমজানে স্বাস্থসম্মত খাবারের মান বৃদ্ধির জন্য আমাদের এই অভিযান। অভিযান পরিচালনাকালে মানসম্মত খাবার ও মান সম্পন্ন পরিবেশ না থাকায় টাঙ্গাইল ভিক্টোরিয়া ফুড জোন এবং পার্টি প্যালেজ- এ ১০ হাজার টাকা, ঢাকা চাপ হাউসকে ৫ হাজার টাকা এবং শহরের জগলু রোডে আদি বাসাককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামিতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno