আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৫১

টাঙ্গাইলের ৬টি আসনে বিরোধী পক্ষের এজেন্ট বিহীন ভোট ॥ পাঁচ প্রার্থীর ভোট বর্জন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার আটটি সংসদীয় আসনের মধ্যে ছয়টিতে বিরোধী পক্ষের এজেন্ট ছাড়াই রোববার(৩০ ডিসেম্বর) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল-১, ২, ৩, ৪ ও ৬ এ পাঁচটি আসনে বিএনপি সমর্থিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা রোববার দুপুরে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সরেজমিনে জানাগেছে, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি প্রার্থী মো. শহীদুল ইসলাম সরকার(ধানের শীষ) কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ এনে সকাল ১০টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন। টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী কারারুদ্ধ সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে তাঁর ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে সকাল ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ(ধানের শীষ) খুনী- সন্ত্রাসীরা তার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোন সুফল না পেয়ে সকাল সাড়ে ১১টা দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মো. লিয়াকত আলী(ধানের শীষ) বিকাল সাড়ে তিনটায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পুননির্বাচনের দাবি জানান। অভিযোগে তিনি বলেন, ধানের শীষের এজেন্টদের ভোট শুরুর সময়ই কেন্দ্র থেকে জোর করে বের করে দেয়া হয়েছে। ১০৮টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে ৩৯টি ভোট কেন্দ্র দখল ও দুপুরে সব ক’টি ভোট কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। সরকার দলীয় প্রার্থীর পক্ষে নৌকায় ‘সিল’ দিয়ে প্রকাশ্যে ভোট ডাকাতি করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টি-জেপি প্রার্থী সাদেক সিদ্দিকী(বাইসাইকেল) নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সরকার দলীয় প্রার্থীর লোকজন বাড়তি এজেন্ট সুবিধা পেতে বাইসাইকেল প্রতীকের এজেন্ট নিয়োগ করেছে। টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী গৌতম চক্রবর্তী(ধানের শীষ) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে সরকার দলীয় প্রার্থীর কর্মীরা ব্যালটে সিল মারছে অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno