আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৮

টাঙ্গাইলের ৮টি আসনে আ’লীগের জয়জয়কার

 

দৃষ্টি নিউজ:


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হচ্ছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক(নৌকা) দুই লাখ ৮০ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার সহিদ(ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৪০৬ ভোট।
রোববার (৩০ ডিসেম্বর) ভোট গণনার পর দুই উপজেলার দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস (মধুপুর) এবং আরিফা সিদ্দিকা (ধনবাড়ী) বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির(নৌকা) দুই লাখ ৯৬ হাজার ৪৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুলতান সালাহ উদ্দিন টুকু(ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।
ভোট গণনা শেষে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং গোপালপুল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ বিশ্বাস রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান(নৌকা) দুই লাখ ৩৮ হাজার ৯৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী লুৎফর রহমান খান আজাদ(ধানের শীষ) পেয়েছেন আট হাজার ৫৭০ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের হাছান ইমাম খান(নৌকা) দুই লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী(ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের ছানোয়ার হোসেন(নৌকা) এক লাখ ৬১ হাজার ৮০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান(ধানের শীষ) পেয়েছেন ৭৮ হাজার ৩৫৮ ভোট।
টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের আহসানুল ইসলাম টিটু (নৌকা) দুই লাখ ৮৫ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (ধানের শীষ) পেয়েছেন ৪০ হাজার ৩২৪ ভোট।
টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে আওয়ামী লীগের একাব্বর হোসেন (নৌকা) এক লাখ ৬১ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ) পেয়েছেন ৮৪ হাজার ১৫৪ ভোট।
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মালেক রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) নৌকা প্রতীক নিয়ে দুই লাখ সাত হাজার ৬৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের মেয়ে কুঁড়ি সিদ্দিকী পেয়েছেন ৭১ হাজার ১৪৪ ভোট। রোববার রাতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno