আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১২:৫০

টাঙ্গাইলে অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণে কর্মশালা

 

দৃষ্টি নিউজ:


‘অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরাকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও আইওএম- এর সহযোগিতায় মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাকের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি) আশরাফ হোসেন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ইবনে সাইদ, টাঙ্গাইলের সিভিল সার্জন মো. শরিফ হোসেন, সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, নির্বাহী মাজিস্ট্রেট আরিন মসরুর, জেলা ব্র্যাক প্রতিনিধি মুনীর হুসাইন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno