আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৯:০৬

টাঙ্গাইলে অভিবাসীদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে অভিবাসীদের নানা সমসা ও সম্ভাবনা বিষয়ে এক মতবিনিময় সভা বুরো বাংলাদেশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ আগস্ট) রামরু আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
টাঙ্গাইলের সিনিয়র জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেণ্টস রিসার্চ ইউনিটের(রামরু) প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা, ফিল্ড কো-অর্ডিনেটর নাজমা আক্তার, প্রোগ্রাম অফিসার মো. আইয়ুব আলী, রামরু’র আইনজীবী হুমায়ুন কবির, পাইকরা ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ও গালা ইউপি এবং কালিহাতী উপজেলার পাইকরা ইউপি ও এলেঙ্গা পৌরসভার অভিবাসী রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno