আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১:০৮

টাঙ্গাইলে ইউপি ও পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল উপজেলা ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভার নির্বচনী ফলাফল বেসরকারিভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ মার্চ) রাতে স্ব স্ব এলাকার রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
প্রকাশ করা ফলাফলে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুর রহিম(নৌকা), সন্ধানপুর ইউনিয়নে বিএনপির মো. শহিদুল ইসলাম শহীদ(ধানের শীষ), রসুলপুর ইউনিয়নে এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক সরকার(আনারস), লক্ষিন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. একাব্বর আলী(চশমা), ধলাপাড়া ইউনিয়নে বিএনপির মো. এজহারুল ইসলাম ভূঁইয়া মিঠু(ধানের শীষ), কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী(মোটরসাইকেল) ও টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়েনে বিএনপির মাজেদুর রহমান তালুকদার(ধানের শীষ)। এছাড়া কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের নুর-এ-আলম সিদ্দিকী নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত থাকায় সাগরদীঘি ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে। তবে, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম তিন হাজার ৪৯২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নৌকা প্রতীকের হেকমত সিকদার দুই হাজার ৭৭৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno