আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:২১

টাঙ্গাইলে ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

বিআরডিবি’র আওতাভূক্ত বাংলাদেশ ইউসিসিএ কর্মচারীদের চাকুরি জাতীয়করণসহ সরকারি রাজস্ব বাজেট থেকে বেতন পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিআরডিবি/ ইউসিসিএ কর্মচারীরা।

সোমবার(৪ মে) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে জেলার সকল উপজেলার শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত ২০১২ সালে সরকারি উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিআরডিবি’র ইউসিসিএ কর্মচারীদেরকে চাকুরি জাতীয়করণ করার সিদ্ধান্ত থাকলেও অজ্ঞাত কারণে এখনো এর বাস্তবায়ন হয়নি।

ফলে দেশের দুই হাজার ১৩০জন কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানব বন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দুলাল মিয়া, জেলা কমিটির সভাপতি মো. আয়নাল হক এবং সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno