আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:০৩

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১৩৫, সুস্থ ৩৮জন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা ১৩৫জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৮ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নতুন আক্রান্ত এই চারজনের নমুনা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়েছিল।

আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। এছাড়া বাকি দুইজনের একজনের বাড়ি মির্জাপুর উপজেলায় অপরজন ঘাটাইলের। বৃহস্পতিবার(২৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত এ জেলায় নমুনা সংগ্রহ হয়েছিল ৪৮০০টি। এর মধ্যে নেগেটিভ এসেছে ৪১৯০টি। সুস্থ হয়েছেন ৩৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৮৫১২ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। বৃহস্পতিবার এ জেলা থেকে ঢাকায় নমুনা পাঠানো হয়েছে ২২৭টি এবং ২৫১টি নমুনার ফলাফল এখনও আসেনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno