আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:৫০

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে পুলিশের জনসচেতনতা কার্যক্রম

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে নানা জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। শুক্রবার(২৭ মার্চ) সকাল থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে শহরের পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি টিম বাজার মনিটরিং, ক্রেতা-বিক্রেতাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরায় ‘গোল দাগ’ দেয়া, অযথা বাড়ির বাইরে কাউকে না আসতে নির্দেশনা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। প্রতিরোধ হিসেবে সামজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তিনফুট পর পর বৃত্ত এঁকে দেয়া হচ্ছে। এছাড়া হাট-বাজারে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno