আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৫৪

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যাগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালি উদ্বোধন করা হয়।
র‌্যালিতে জেলা সিনিয়র জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা জজ আবুল মনসুর মিয়া, শারমিন জাহান, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ফৌজিয়া হাফসা, অতিরিক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ সহ বিচার বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno