আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:৫৩

টাঙ্গাইলে জাতীয় শোক দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার(১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বাষির্কী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া ইত্যাদি।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ সর্বস্তরের মুক্তিযোদ্ধা- জনতা। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে শহীদদের স্মরণে শোকর‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় উল্লেখিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno