আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:১২

টাঙ্গাইলে জেলা প্রশাসনের খাদ্য ও নিরাপত্তা কিটস বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিরাপত্তা কিটস বিতরণ করেছেন।

শুক্রবার(২৭ মার্চ) বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ করে বিতরণ করা হয়। এছাড়া বেশ কিছু মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভসও বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে জেলার কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকবে না। সেলক্ষে কর্মহীন লোকজনের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে জেলার ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে এসব খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসক যা বললেন

তিনি জানান, হাসপাতাল, ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া জেলার সব কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করে জনগনকে সচেতন করা হচ্ছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno