আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:৪৯

টাঙ্গাইলে তিন ইটভাটাকে দুই লাখ ৪০হাজার টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় অবস্থিত তিনটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে ভাটা চালানোর দায়ে দুই লাখ ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিআর সারোয়ার এবং নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় সোমবার(১১ ফেব্রুয়ারি) ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভূঞাপুরের ভারই এলাকায় অবস্থিত মেসার্স এসটিআর ব্রিকসকে এক লাখ টাকা, শিয়াকোল এলাকার মেসার্স কবির ব্রিকসকে ৭০ হাজার টাকা এবং ঘাটাইলের সিংগুরিয়ায় অবস্থিত মেসার্স মিশাল ব্রিকসকে ৭০হাজার টাকাসহ মোট দুই লাখ ৪০হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno