আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:৪৩

টাঙ্গাইলে তিন মিষ্টির দোকানে জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিন মিষ্টির দোকান থেকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২১ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ও নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে ও বিএসটিআই কর্মকর্তার উপস্থিতিতে চার সদস্যের ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শহরের কলেজ পাড়া গৌর ঘোষ মিষ্টির দোকানে ৫০ হাজার, পুরাতন বাসষ্ট্যান্ড জয়কালী মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার ও টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উল্লেখিত দোকানগুলো বিএসটিআই অনুমোদিত কোন বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। দুইটি দোকানের উৎপাদিত পণ্যের কোন প্রকার উৎপাদন তারিখ না থাকায় এবং ভেজাল রঙ ব্যবহার করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার করে এক লাখ টাকা এবং ওজন কম দেওয়ার অপরাধে টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার সহ সর্বমোট এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno