আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:৫৩

টাঙ্গাইলে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বুধবার(৭ ফেব্রুয়ারি) আরেক দফায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমন্ট শাখায় ওই গণশুনারী অনুষ্ঠিত হয়।
শুনানী গ্রহণকালে টাঙ্গাইলের নাগরপুরের কান্দাপাড়ায় অবস্থিত মেসার্স সান ব্রিকসকে তিন লাখ টাকা ও কালিহাতী উপজেলার তালতলাস্থ মেসার্স একুশে ব্রিকসকে তিন লাখ টাকা মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।
এনফোর্সমেন্ট শাখা সূত্রে জানা যায়, শুনানীতে হাজির হওয়ার জন্য নোটিশকৃত ইটভাটার মালিকরা যথাসময়ে শুনানীতে হাজির না হলে তাদের বিরুদ্ধে একতরফা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, জেলা কার্যালয়ের পরিদর্শনের ভিত্তিতে পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার পরিবেশ সুরক্ষায় এ ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno