আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৩২

টাঙ্গাইলে দু’মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল পৌরসভার শিল্পকলা অ্যাকাডেমির সামনে ডিমের খাঁচা ভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৬০০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ দু’মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল থানা কম্পাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অফিসার ইনচার্স (ওসি) মো সায়েদুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহমসোপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা (২৪) ও একই এলাকার ইলিআছ আলীর ছেলে মো. রহমত আলী (২৩)।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার(১৬ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই কুদ্দুস ও শ্যামলের নেতৃত্বে পুলিশের একটি দল টাঙ্গাইল পৌর এলাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে ডিমের খাঁচাভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন। এসময় পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে বিক্রি নিষিদ্ধ ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন পন্থায় টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে মাদক বিক্রি করে আসছিল বলেও তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno