আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৫৫

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সদর উপজেলায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মডেল থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল মডেল থানার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা আইনশৃঙ্খলা রক্ষায় নানা সমস্যা ও তা সমাধানের বিষয় উপস্থাপন করে মুক্ত আলোচনায় অংশ নেন। এছাড়াও সভায় বেশ কয়েকটি মন্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান, টাঙ্গাইল শ্রীশ্রী কালিবাড়ির সভাপতি জীবন কৃষ্ণ চৌধুরী প্রমুখ।
সভায় সদর উপজেলার ১৯৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno