দৃষ্টি নিউজ:

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ আঁচার শারদীয় দূর্গোৎসবের শেষ দিন আজ মঙ্গলবার(৮ অক্টোবর)। আজ বিজয়া দশমী। চন্দ্রের দশমী তিথিতে আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইলের পুজারীরা পূজায় অংশ নিতে মণ্ডপে আসেন এবং পূজায় অংশ নেন।
পূজা শেষে শুরু হয় অম্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানানোর পর্ব। এসময় ভক্তরা দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন এবং মঙ্গল কামনায় নিজেরাও সিঁদুর পড়েন।
https://youtu.be/b0VC6vwErT4
দশমীর দিন বিকালে বির্সজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
